পাবনায় দিনেদুপুরে ঠিকাদারের ৬ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

পাবনার মধ্যশহর থেকে দিনেদুপুরে এক ঠিকাদারের ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের লতিফ টাওয়ারের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যক্তি শহরের লাইব্রেরি বাজার আটুয়া মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে রেজাউল করিম স্বপন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান সরদার স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী।

ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রোববার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে বিডি জমা দেওয়ার জন্য নগদ ছয় লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর সংলগ্ন (ট্রাফিক মোড়) লতিফ টাওয়ারের স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন। পথে লতিফ টাওয়ারের নিচে ৮-১০ জনের একটি চক্র জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে সটকে পড়েন। এসময় তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভেতরে টাকা নেই।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ করছে। আশা করছি, খুব শিগগির অপরাধীদের আইনের আওতায় আনা যাবে।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।