নাটোরে এক খামারে ৪ শতাধিক হাঁসের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

নাটোরের বড়াইগ্রামে এক খামারে চার শতাধিক হাঁস মারা গেছে। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় এক পশু চিকিৎসক ইনজেকশন পুশ করার পর থেকে হাঁসগুলো মারা যেতে শুরু করে।

খামার মালিক ফরজ আলী জানান, পশু চিকিৎসক শরিফুল ইসলাম (২৯) হাসে ইনজেকশন পুশ করে। এরপর থেকে হাঁসগুলো মারা যেতে শুরু করে। এখন পর্যন্ত চার শতাধিক হাঁস মারা গেছে। সবগুলো ডিমপাড়া হাঁস ছিল। আমি এ ভুয়া ডাক্তারের বিচার চাই, ক্ষতিপূরণ চাই।

এ বিষয়ে পশু চিকিৎসক শরীফুল ইসলাম জানান, নওগাঁর বড়াইগ্রামে একটি মুরগির ফার্মে চাকরি করার সুবাধে কিছু চিকিৎসা রপ্ত করি। পরে ঠাকুরগাঁও থেকে তিন মাসের প্রশিক্ষণ নিয়েছি। এরপর থেকে হাঁস-মুরগির ভ্যাকসিন ও চিকিৎসা দিয়ে আসছি।

তিনি আরও জানান, ওই খামারে গিয়ে দেখি হাঁসগুলোর প্লেগ ও কলেরা হয়েছে। তাই জেন্টামাইসিন ইনজেকশন পুশ করি। এতে হাঁসগুলো এভাবে মারা যাবে বুঝতে পারিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী বলেন, সাংবাদিকরা হাঁসের মৃত্যুর খবর জানালে আমি ঘটনাস্থলে যাই। সত্যিই মর্মান্তিক ঘটনা এটি। ওই কথিত চিকিৎসক অবশ্যই একজন ভুয়া চিকিৎসক। না জেনে-বুঝে এ ধরনের চিকিৎসা দিতে পারেন না। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।