রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও তিনি রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

রোববার (৫ জানুয়ারি) সেনাপ্রধান এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও রাজবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান।

আরও পড়ুন

এদিন সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০২৪/২৫ প্রত্যক্ষ করেন।

এসময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়াসহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।