জয়পুরহাট

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের সরকারি লাল বিহারী (এলবিপি) উচ্চ বিদ্যালয়ের দেওয়ালে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির উপর 'জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ' লেখার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ

রোববার (৫ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এসে মিলিত হয়। এসময় জয়পুরহাট-হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বিদ্যালয়ের দেওয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের শিল্পকর্ম তুলে ধরেন। সেই চিত্রাঙ্কনের ওপর রাতের আঁধারে 'জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ' লেখার সাহস কী করে তারা পায়?

শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আল মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।