প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে সকালে পোস্ট, রাতে গ্রেফতার ছাত্রলীগ নেতা
ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরাতন ছবিসহ ‘শুভ জন্মদিন’ লিখে ফেসবুকে পোস্ট দেওয়ার পর কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, গত ২৪ আগস্ট অন্য একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ওই ছাত্রলীগ নেতার নাম জাহাঙ্গীর হাসান (৩১)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জাহাঙ্গীর হাসান উপজেলার সদকী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে।
আরও পড়ুন
- ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা মারতে পারলে উপহার কোমল পানীয়
ছাত্রলীগ, যুবলীগ ও আ’লীগের ইন্ধনে হামলা চালায় আসামিরা
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় মিছিলে হামলার অভিযোগে ২৪ আগস্ট বাদী হয়ে থানায় একটি মামলা করেন সমন্বয়ক আসাদুজ্জামান আলী। মামলায় উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ ২৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয় ১০ থেকে ১৫ জনকে। ওই মামলায় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার জাহাঙ্গীর হাসানের ফেসবুক পোস্ট
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর পুরাতন ছবি পোস্ট দেন শনিবার সকালে। সেই অপরাধে পুলিশ তাকে রাতে গ্রেফতার করেছে।
অভিযোগ অস্বীকার করে রাত ১১টার দিকে কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বিশ্বাস বলেন, ২৪ আগস্ট থানায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এএমএস/এএমএ/এমএস