ইজতেমা মাঠে হামলা: আরেক সাদপন্থি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৫ জানুয়ারি ২০২৫

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ সাথীদের ওপর হামলা ও হত্যা মামলার ১০ নম্বর আসামি শফিউল্লাহকে শরীয়তপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শরীয়তপুর জেলায় অভিযান চালিয়ে মামলার দশ নম্বর আসামি শফিউল্লাহকে গ্রেফতার করে। টঙ্গী পশ্চিম থানার পুলিশ ওই আসামিকে গাজীপুর নিয়ে আসছে।

১৭ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের পন্থিদের ওপর সাদপন্থি লোকজন হামলা চালালে তিনজন নিহত হন। নিহতরা সবাই মাওলানা জুবায়েরপন্থি বলে দাবি করা হয়। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।