বিএনপি নেতাকে মারধরে পদ খোয়ালেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫
বহিষ্কৃত যুবদল নেতা শাহাদাত হোসেন

লক্ষ্মীপুরের রামগঞ্জে হামলা চালিয়ে আবদুল খালেক নামের এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় যুবদল নেতা শাহাদাত হোসেনকে দল থেকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

শাহাদাত হোসেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাহাদাতকে কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রশিদুল হাসান লিংকন বলেন, শাহাদাত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিএনপির এক জৈষ্ঠ্য নেতার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এজন্য তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর রামগঞ্জের কাঞ্চনপুরে মেলার নামে চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায় বিএনপি নেতা খালেকের ওপর হামলা করা হয়। তিনি উপজেলা বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। খালেক কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

কাজল কায়েস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।