ছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার শাসকের পতন হয়েছে: ড. মঈন খান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, একজন রাজনীতিবিদ গুলির সামনে দাঁড়াতে গেলে অনেক কিছু চিন্তা করে। ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে। একজন ছাত্র নীতির জন্য জীবন দিতে দ্বিধা করেন না।

মোংলা, বিএনপি, ছাত্র-জনতা, ছাত্র আন্দোলনছাত্র-জনতার বিপ্লবে স্বৈরাচার শাসকের পতন হয়েছে: ড. মঈন খান

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোরশেদ আসিফ হাসান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আবুল হাসনাত মো. শামীম ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বক্তব্য রাখেন।

আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।