ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৪ জানুয়ারি ২০২৫

তীব্র কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ফলে নদীর দৃশ্যমানতা একেবারেই কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেন ঘাট কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া প্রান্তে ঘাট নং ৩-এ বরকত ও বনলতা, ঘাট নং ৪-এ কেরামত আলী, শাহপরান, গোলাম মাওলা, ফরিদপুর এবং ঘাট নং ৫-এ গৌরী ফেরিগুলো অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ঘাট নং ৩-এ রুহুল আমিন, ঘাট নং ৪-এ বাইগার ও জাহাঙ্গীর এবং ঘাট নং ৭-এ হাসনা হেনা ফেরিগুলো রয়েছে। এছাড়া মধ্য নদীতে মতিউর রহমান নামের একটি ফেরি অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জাগো নিউজকে বলেন, তীব্র কুয়াশার কারণে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে এবং দৃশ্যমানতা পর্যাপ্ত পরিমাণে ফিরে এলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু করা হবে।

সজল আলী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।