মেহেরপুরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

সারাদেশে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মেহেরপুরে পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) জেলা সদরের শহীদ সামসুজ্জোহা পার্কে এ মেলা ও উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহা. আবুদুল্লাহ আল আমিন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি গণগন্থাগারের লাইব্রেরিয়ান আফরোজা খাতুন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার ও সৈয়দ আল মামুদ সিদ্দিকী প্রমুখ।

মেহেরপুরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা

৩ জানুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলাপ্রাঙ্গণ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ ও মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে মেহেরপুর জেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে আবুদুল্লাহ আল আমিন বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিনিয়ত মানুষকে বইমুখী করছে। জ্ঞানের পৃথিবীর সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি মেলায় আসা ক্রেতা-দর্শণার্থীদের রুচিশীল বই কেনার আহ্বান জানান।

এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।