নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় ঝটিকা মিছিলের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫) ও সদস্য রাহুল রায় (২৪)।

পুলিশ জানায়, ভোরে শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলার সাবেক যুগ্ম-আহ্বায়ক কৌশিক রায় ও সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরি বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ থেকে ছয় জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতংকিত করতে মিছিল করছিলেন তারা। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হবে। সকালে তাদের আদালতে পাঠানো হবে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।