বাবা মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যে ছেলেকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:১৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

ফরিদপুর শহরে হোসাইন ব্যাপারী (১৩) নামে এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শহরের ভাটি লক্ষ্মীপুরের একটি মহিলা মাদরাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত হোসাইন শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারীর ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান। তার মায়ের নাম শেফালী বেগম।

হোসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট হোসাইন। বড় বোনের বিয়ে হয়েছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যান। পরে উপার্জনের অবলম্বন হিসেবে হোসাইনকে একটা নতুন রিকশা কিনে দেন স্বজনরা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রিকশা নিয়ে সবশেষ বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হোসাইন। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এলাকায় মাইকিং করা হয়। এরপর শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুতই জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হবে।

এন কে বি নয়ন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।