ভূমিকম্পে কাঁপলো সিলেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৩ জানুয়ারি ২০২৫
প্রতীকী ছবি

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

এদিকে ভূমিকম্পের কারণে সিলেটের বিভিন্ন এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। সিলেট ছাড়াও রাজধানী ঢাকা ও উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের অনেক এলাকায় এই কম্পন অনুভূত হয়।

এর আগে গত বছরের ২ জুন সিলেটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটিরও উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। যা ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দূরত্বে ছিল। একই বছরের ২৯ মে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সিলেট। সেসময়ও ভূ-কম্পনেরও উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

আহমেদ জামিল/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।