সীতাকুণ্ডে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০১:৪৬ এএম, ০৩ জানুয়ারি ২০২৫
মীর আরমান হোসেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেনকে (৪৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি কল আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মীর আরমান ওই এলাকার মীর মোতাহের হোসেনের পুত্র।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা আরমানকে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি করছি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, লোকটিকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এর বেশি আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

এদিকে বিএনপি নেতা মীর আরমান হত্যার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী।

এম মাঈন উদ্দিন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।