শেখ হাসিনা আর ফিরতে পারবে না: আহমেদ আলী মুকিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, পৃথিবীর কোনো স্বৈরাচার পালানাের পর আর ফিরতে পারেনি। শেখ হাসিনাও আর ফিরতে পারবে না। তাকে ফিরতে দেয়াও হবে না। দেশের ১৮ কোটি মানুষ এ বিষয়ে সজাগ আছেন।

তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচারের পক্ষে কেউ যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করেন। এর ফল ভালো হবে না।

হাসিনা, বিএনপি, হবিগঞ্জ, বাংলাদেশশেখ হাসিনা আর ফিরতে পারবে না: আহমেদ আলী মুকিব

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে বিএনপিঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আহমেদ আলী।

উপজেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মহিবুর রহমান বাবলু প্রমুখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।