বর্তমানে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: বাণিজ্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
দিনাজপুরে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বর্তমানে বাজারে দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। খুব শিগগির তেল, চিনি, আটাসহ সব জিনিসের মূল্য ভোক্তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাজ চলমান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সুধীজন ও টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সারাদেশে ৫৭ লাখ টিসিবির তালিকাভুক্ত সদস্য রয়েছে। নতুন করে ছয় লাখ যুক্ত হবে। আগামী রমজান মাসে বাজারদর নিয়ন্ত্রণ রাখতে সরকার কাজ করে যাচ্ছে। রমজানে দেশের মানুষের কষ্ট হবে না।

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।