সবজির দাম না পেয়ে হতাশ, কৃষকের মুখে হাসি ফোটাল ‘স্বপ্ন’
এবার শীতকালীন সবজি ফুলকপির ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলার চাষিরা। বিক্রি করে পরিবহন ও শ্রমিক খরচের টাকাও উঠছে না। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজিই নষ্ট হচ্ছে জমিতে। অনেকে রাগে-ক্ষোভে ক্ষেতেই সবজি নষ্ট করে ফেলছেন।
কৃষকের হতাশার খবর চোখে পড়ে চেইন সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে প্রতিনিধি গিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার পিস ফুলকপি কিনেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সবজিগুলো কেনা হয়।
হরিরামপুরের ফুলকপি চাষি রাকিব হোসেন বলেন, ‘এ বছর আমি চার বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। এক বিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েতে ২৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের মুখ দেখছি না। উল্টো জমিতে ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছিল। সেখানে আশার মুখ দেখালো সুপারশপ স্বপ্ন। আমাদের কাছ থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছে। তাদের আমরা ধন্যবাদ জানাই।’
‘স্বপ্ন’র মেহেরপুর আউটলেট অপারেশন ম্যানেজার মাজেদুল হক বলেন, ‘মিডিয়ায় ফুলকপি চাষিদের দুর্ভোগের বিষয়টি জানতে পারি। পরে আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগ করে সবজি কিনেছি। অন্যান্য ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান থাকবে।’
তিনি আরও বলেন, মধ্যস্বত্বভোগীদের লাভবান না করে কৃষকদের সঙ্গে সরাসরি সেতুবন্ধনের চেষ্টা করে আসছে স্বপ্ন। এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে।
জেলা কৃষি বিপণন অনুসন্ধান কর্মকর্তা জিব্রাইল হোসেন জানান, বর্তমানে বাজারে ফুলকপির সরবরাহ বেড়ে যাওয়ায় চাহিদা কমে গেছে। যে কারণে কৃষকরা লোকসানে পড়েছেন। লোকসান থেকে কিছুটা স্বস্তি দিতে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কৃষকদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃঞ্চ হালদার বলেন, প্রতিবছর এ মৌসুমে মেহেরপুরে ব্যাপকভাবে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়। হঠাৎ দরপতন হয়েছে। স্বপ্নকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
এ বিষয়ে ‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে মেহেরপুরের কৃষকদের হতাশার বিষয়টি আমাদের চোখে পড়ে। পরে ‘স্বপ্ন’র টিম মেহেরপুরের সেই কৃষকের সঙ্গে যোগাযোগ করে এবং তার জমির ফুলকপি কেনা শুরু করে। এবার ‘স্বপ্ন’র ক্রেতাদের জন্য থাকবে মেহেরপুরের সেই কৃষকের ফুলকপি।
তিনি আরও বলেন, ‘স্বপ্ন’ বিভিন্ন সময় নানাভাবে কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। ‘স্বপ্ন’ বিশ্বাস করে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ।
আসিফ ইকবাল/এসআর/জেআইএম