ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২১ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ ডিসেম্বর দিনগত রাতে ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন।

এ ঘটনায় ওইদিনই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান সই করা এক গণ বিজ্ঞপ্তিতে ইজতেমায় ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।