কুমিল্লা সীমান্ত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৫
ফাইল ছবি

কুমিল্লার কটক বাজার সীমান্ত থেকে কাজী ছবির (৪২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কাজী ছবির কুমিল্লা সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া গ্রামের মৃত কাজী নজিরের ছেলে।

চকবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইলিয়াস জানান, কটক বাজার এলাকায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে নিহতের প্রতিবেশী ও গ্রাম সর্দার আবুল হোসেন বলেন, ছবির এলাকায় দিনমজুরের কাজ করতেন। তার সঙ্গে স্থানীয় কারো বিরোধ রয়েছে বলে মনে হয় না।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।