উখিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের উখিয়ায় হাইওয়ে সড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে থাইংখালিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল খায়ের কোম্পানির কর্মচারী লিটন গাজি (২০) ও উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক আব্দুর রহমান (১৯)।

শাহপুরি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে কুতুপালং যাচ্ছিলেন লিটন গাজি ও আব্দুর রহমান।

এসময় হাইওয়ে সড়কের থাইংখালি এলাকায় এলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তারা সড়কে পড়ে যান। এরমধ্যে টেকনাফগামী সমুদ্র তরীর বাস দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

ওসি আরও জানান, হাইওয়ে পুলিশের টিম বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।