ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেলো চোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক চোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, গয়েশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ফেলান ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী প্রায় একযুগ ধরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে রাইস মিল পরিচালনা করে আসছেন। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল বৈদ্যুতিক খুঁটি থেকে দুইটি ট্রান্সফরমার খুলে নেয়। এসময় বিদ্যুৎস্পৃষ্টে এক চোর ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাইস মিলের মালিক ইব্রাহীম ব্যাপারী বলেন, আমার মিলের বৈদ্যুতিক খুঁটিতে ৩টি ট্রান্সফরমার ছিল। এর মধ্যে দুটি খুলেছে চোরের দল। একটি নিয়ে গেছে, আরেকটি মাটিতে ফেলে রেখে গেছে। এই চোরের দলের একজন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে নিহত হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ একটি ট্রান্সফরমার জব্দ করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

এএইচ শামীম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।