এক মাস ধরে নিখোঁজ ছেলে, পাগলপ্রায় বাবা-মা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

নিখোঁজের এক মাসেও খোঁজ মেলেনি চট্টগ্রামের সীতাকুণ্ডের মুহতাসিম বিল্লাহ (১৫) নামে এক মাদরাসা ছাত্রের। ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায় তার বাবা-মা। এরই মধ্যে কয়েকটি নম্বর থেকে কল দিয়ে কয়েক দফায় মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানান বাবা মোহাম্মদ নুর উদ্দিন।

তিনি জানান, উপজেলার ছোট কুমিরা কলেজ রোড এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। গত ২৮ নভেম্বর তার বড় ছেলে মুহতাসিম ফজরের নামাজ আদায় করে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে কোথাও না পেয়ে ২৯ নভেম্বর থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি।

নুর উদ্দিন বলেন, ছেলের সন্ধান পেতে পুলিশের সঙ্গে বার বার যোগাযোগ করছি। একটা মাস পার হয়ে গেলো ছেলে আমার বুকে ফিরে আসেনি। কোথায় আছে, কীভাবে আছে জানি না। আমি প্রতিদিন থানায় যাচ্ছি। ছেলে হারিয়ে আমাদের পুরো সংসার তছনছ হয়ে গেছে। খাওয়া-দাওয়া রান্নাবান্না, লেখাপড়া সব বন্ধ। আমি ও তার মা অসুস্থ হয়ে গেছি। কিন্তু পুলিশ এখনো কোনো তথ্য দিতে পারেনি। আমি সরকারের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করবো সহযোগিতা করে আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়।

মুহতাসিম বিল্লাহ উপজেলার ছোট কুমিরার নুরিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা নুর উদ্দিন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। নুর উদ্দিনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মুহতাসিম সবার বড়।

নুর উদ্দিনের পাশের ফ্ল্যাটে থাকেন লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের প্রভাষক হাসান আলী। তিনি বলেন, শিক্ষক নুর উদ্দিন এলাকার অপবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার। ফলে কেউ তার ছেলেকে অপহরণ করে নিয়ে যেতে পারে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মুহতাসিমকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। সন্দেহভাজনদের মধ্যে একজনকে দু’দফা জিজ্ঞাসাবাদের পর পারিবারিক হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুক্তি পেলেও তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এছাড়া আমরা কিছু সিডিআর অ্যানালাইসিস করছিলাম। তার বাবাকে এনে কথাবার্তা বলেছি, এখনো শনাক্ত করা যায়নি। যে নম্বরগুলো থেকে কল এসেছে, সেগুলো নিয়ে ট্রাকিং কাজ করছি।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।