বিছানা থেকে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয় শিশু, একদিন পর মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০১ জানুয়ারি ২০২৫
নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে আদিবার মরদেহ উদ্ধার করে পুলিশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়িতে বিছানায় ঘুমিয়ে থাকা সাত মাস বয়সী শিশু আদিবা নিখোঁজ হয় সোমবার। পরদিন নিজেদের বাড়ির সেপটিক ট্যাংক থেকে আদিবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামে নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দুপুরে ঘরে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে শিশুটি নিখোঁজ হয় বলে দাবি করেন শিশুর বাবা আমিনুর ইসলাম, মা জান্নাতুল বেগম ও শিশুটির দাদি আমেনা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা আদিবা নামের সাত মাসের শিশুটিকে খুঁজে পান না আমেনা। পরে শিশুটির বাবা-মা সহ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পায়নি। এরপর শিশু নিখোঁজের বিষয়টি সোমবার থানা পুলিশকে অবগত করে পরিবার।

পুলিশ সেদিনই ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাড়ির বিভিন্ন জায়গাসহ প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও শিশুটিকে খুঁজে পায়নি। পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ শিশুটির বাড়ির সেপটিক ট্যাংকে মরদেহ খুঁজে পায়।

এ ঘটনায় শিশুটির মা, বাবা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বিকেলে থানায় নেয় পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

ফজলুল করিম ফারাজী/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।