সীতাকুণ্ডে বিএনপি-সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও সদস্যসচিব মহিউদ্দিনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হলো, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী নির্দেশনায় দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ইউনিয়নে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন বলেন, রোববার রাতে বিএনপি ও যুব দলের দুই গ্রুপের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। যার কারণে দলীয় আইনশৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিটি কমিটি বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী নির্দেশনায় বিলুপ্ত করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।