নারায়ণগঞ্জ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, পাঁচ দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। এসময় আরও অন্তত ১৫-২০ দোকানিকে সতর্ক করা হয়।

দোকানগুলো হলো- বিক্রমপুর সুইটসকে দুই হাজার টাকা, মিন্টুর মিষ্টির দোকানকে এক হাজার টাকা, মুসলিম সুইটসকে তিন হাজার টাকা, ইমু সুইটসকে তিন হাজার টাকা ও তামান্না সুইটসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে কিছু দোকানিকে সতর্ক করা হয়েছে।

এ সময় আড়াইহাজার পৌরসভার নির্বাহী কাজী মো. মোস্তফা কামাল, সহকারী প্রকৌশলী সাফায়েত সাদী ও উপ-সহকারী প্রকৌশলী মোজাহেদুল ইসলাম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।