কুষ্টিয়ায় কাভার্ডভ্যানচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত দুজনের মধ্যে একজন ভ্যানচালক ও অন্যজন আরোহী।

তিনি বলেন, কাভার্ডভ্যানটি কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে বহলবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক ও আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

আল-মামুন সাগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।