বগুড়া

বিএনপি অফিসে হামলা-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে করা মামলায় রহমত হোসেন (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

রহমত হোসেন উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ দলবদ্ধভাবে ধারালো অস্ত্র নিয়ে বিএনপির অফিসে হামলা করে। এসময় তারা দরজা-জানালা ভাঙচুর, চেয়ার, কাঠের আলমারি, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় ২৫ আগস্ট রাতে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার সকালে রহমত হোসেনকে কোমারপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওই দিন দুপুরে গ্রেফতার রহমত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

এলবি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।