পাবনায় শিয়ালের কামড়ে আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:২২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

পাবনার ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রেনু খাতুন (৬০), শাজাহান আলী (৫০) ও জব্বার আলী (৪০)। আহত দুজন সারুটিয়া ও একজন কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া থেকে কুমড়াডাঙ্গা মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি শিয়াল কামড় দেয়। একই রাস্তা দিয়ে প্রতিবেশী কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় একই কায়দায় ওই শিয়াল দুজনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা শিয়ালটি মেরে ফেলেন।

আহত রেনু খাতুনের ছেলে কাওসার আলী জানান, শিয়ালের কামড়ে তার মায়ের পা থেকে মাংস তুলে ফেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় রয়েছেন। তাকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, কামড়ে মাংস উঠে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জলাতঙ্কের আশঙ্কা থাকায় একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।