ময়মনসিংহ কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে রাজাবালী (৪৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে মারা যান তিনি।

রাজাবালী জেলার ফুলবাড়িয়া উপজেলার নেকবর আলীর ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিক উদ্দিন বলেন, রাত সোয়া ৯টার দিকে কারাপুলিশ রাজাবালীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, রাজাবালী হত্যা মামলার আসামি ছিলেন। ২০২০ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। রাতে হার্টের সমস্যাজনিত কারণে হঠাৎ অসুস্থ পড়লে কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।