ঝালকাঠিতে ১০ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:০৫ এএম, ৩১ ডিসেম্বর ২০২৪
ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৯টি ইটভাটা ও রাজাপুর উপজেলার একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় এসব ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) ও সোমবার (৩০ ডিসেম্বর) দুইদিনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুলকাঠি ইউনিয়নের প্রতাপ ও সরই এলাকায় মেসার্স রিয়াজ ব্রিকসের দুটি ইটভাটার কিলীন ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া ভৈরবপাশা ইউনিয়নের আমিরাবাদ এলাকার এমবিএল ব্রিকসকে এক লাখ টাকা, সারদল এলাকার এসআরবি ব্রিকসকে দুই লাখ টাকা, এমএমআর ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উত্তর গৌরীপাশা এলাকার রিয়াজ ব্রিকসকে এক লাখ টাকা, সরমহল এলাকার সরদার ব্রিকসকে দুই লাখ টাকা, ফয়রা এলাকায় মেসার্স থ্রি স্টার ব্রিকসকে পাঁচ লাখ টাকা, গোদণ্ডা এলাকায় মেসার্স শুকতারা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মেসার্স সেভেন স্টার ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

মো. আতিকুর রহমান/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।