ফরহাদ মজহার

জনগণের সম্মতি ছাড়া কেউ নিজেকে শাসক দাবি করতে পারেন না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
কুমিল্লায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও চিন্তক ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, জনগণই সকল ক্ষমতার অধিকারী। তাই জনগণের সম্মতি ছাড়া কেউ নিজেকে শাসক হিসেবে দাবি করতে পারেন না। জনগণের অনুমতি ছাড়া কোনো আইন পাস হতে পারে না। এটাকেই বলে জনগণের ক্ষমতা ও গণসার্বভৌমত্ব।

সোমবার (৩০ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রামে বিলকিছ আলম পাঠাগারের উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ গঠন ও বই পড়া প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‘স্বৈরশাসক ডিজিটাল সিকিউরিটি আইন পাস করেছে, সংবিধান বদলে দিয়েছে। সবকিছু বদলে দিয়ে তিনি (শেখ হাসিনা) নিজের নামে রাষ্ট্রের নামকরণ করেছেন। এটা কি তিনি করতে পারেন? উত্তর হচ্ছে, না। যদি গণসার্বভৌমত্ব থাকে তাহলে এটা তিনি করতে পারেন না। জনগণের পরামর্শে কাজ করতে হবে। এটা যেই সরকার করবে না, সেই সরকারের ভাগ্য স্বৈরশাসকের মতো হবে।’

সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘ড. ইউনূস গণঅভ্যুত্থানের পর ক্ষমতায় এসেছেন। গঠন করেছেন অনেকগুলো কমিশন। কমিশনের লোকেরা ওপরে বসে বসে দেশের বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করছেন। এদের কাদের সঙ্গে আলাপ হচ্ছে? জনগণ তাদের সঙ্গে কতটা উপস্থিত? উত্তর হলো, না। আপনাদের (জনগণ) জিজ্ঞাস করছিল? চৌদ্দগ্রাম উপজেলার হিসেবে কী সমস্যা, কুমিল্লা জেলা হিসেবে কী সমস্যা? তারা কি জানতে চেয়েছে? এভাবে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার সমাজ সংস্কার করতে পারে না। তারা জনগণের অভিপ্রায় থেকে বুঝতে ব্যর্থ হচ্ছেন।’

কোমাল্লা ইবতেদায়ী স্বতন্ত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রধান মাওলানা মোহাম্মদ নুরুল আলম খানের সভাপতিত্বে ও কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক এইচ আর হারুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আগা আজাদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন, মোহাম্মদ রোমেল, শিশু সাহিত্যিক মামুন সারওয়ার, লেখক ও সাংবাদিক আবিদ আজম।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।