অনির্দিষ্টকালের জন্য কেয়া কসমেটিকসের ৪ কারখানা বন্ধ
গাজীপুরের কোনাবাড়িতে কেয়া কসমেটিকসের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে।
কারখানা চারটি হলো- কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস্।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ২৬ ডিসেম্বর কারখানার অভ্যন্তরে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার অন্য শ্রমিকদের সংগঠিত করে উৎপাদন বন্ধ করে দেন। শ্রমিকদের কাজে যোগদানের জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রত্যেক লাইনের প্রতিনিধিদের সঙ্গে সভা করেন। বারবার অনুরোধ করার পরও শ্রমিকরা কাজে যোগদান না করে উৎপাদন ফ্লোর থেকে কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। পরে তারা কারখানার অন্য ইউনিটের কাজ বন্ধ করে দেন।
রোববার শ্রমিকরা সংগঠিত হয়ে মাইকিং করে সোমবার বিকেল ৩টায় তিন শিফটের সব শ্রমিকদের কারখানার মেইন গেটে আসার আহ্বান জানান। বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা থাকার কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ৩০ ডিসেম্বর থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ লিখিত নোটিশের মাধ্যমে জানানো হবে বলে নোটিশে জানানো হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মালিকপক্ষ কারখানা বন্ধের নোটিশ দিয়েছে। পরে জানুয়ারির ১২ তারিখ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিকপক্ষ।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস