প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করলেও তা মঞ্জুর করেননি আদালত। তাই ছেলেকে দেখানোর জন্য মৃত বাবার মরদেহ নিয়ে যাওয়া হয় জেলগেটে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর গেটে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলকে বাবা জিয়া উদ্দিন তেলু মেম্বারকে শেষ বারের মতো দেখার সুযোগ দেয় কর্তৃপক্ষ।

প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে বাবার মরদেহ

মামলার এজাহার ও কারাগার সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় নাজমুল হুদা রুবেল গ্রেফতার হয়ে কারাগারে। ২৯ ডিসেম্বর রুবেলের বাবা জিয়া উদ্দিন তেলু মেম্বার হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে ঢাকার নিউরো সাইসেন্স হাসপাতালে মারা যান। সোমবার বাদ আসর নিজ এলাকায় জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন রুবেলের আইনজীবী সুজিত কুমার দে। কিন্তু আদালত তার আবেদন মঞ্জুর করেননি।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজাবে রহমত জানান, জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে জেল গেটে দেখার অনুমতি দেন।

এসকে রাসেল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।