বরগুনায় দিনব্যাপী ইয়থ ক্লাইমেট সামিট
বরগুনায় দিনব্যাপী ইয়থ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউল আলম।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে দরিদ্র এবং ধনী দেশগুলোর দায়বদ্ধতা নিয়ে বক্তব্য দেন ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের চেয়ারপারসন ফারিহা অমি, ফাউন্ডার ও ডিরেক্টর সাইদুর রহমান ও ইয়ুথনেট গ্লোবালের সদস্য এস এম শাহিন আলম।
দুর্বার তারুণ্য ইয়থ নেটওয়ার্কের আয়োজনে এবং বরগুনা সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সামিট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিয়া, বরগুনা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ ও জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।
নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস