টেকনাফে পাহাড় থেকে ১৯ শ্রমিককে অপহরণ
কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন ১৯ শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া পাহাড় থেকে ডাকাত দল তাদের অপহরণ করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে চারা রোপণ করতে গেলে ১৯ জন শ্রমিককে সেখান থেকে ডাকাত দলের সদস্যরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে।
জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম