কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা

জুয়েল সাহা বিকাশ
জুয়েল সাহা বিকাশ জুয়েল সাহা বিকাশ , জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১১:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৪

ভোলায় সরিষার ফুলে ভরে গেছে চারপাশের মাঠ। অথচ মনপুরায় কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হচ্ছে এখনো। সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এ বছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়াও প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের।

মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঠে সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাঠ সরিষার ফুলে ভরে গেছে। কিছু দিনের মধ্যেই সরিষা কেটে বিক্রি করবেন কৃষকরা। অথচ মনপুরা উপজেলা কৃষি বিভাগের অবহেলার কারণে সময় মতো সরিষা চাষ করতে পারেননি কৃষকরা। মাটি নরম থাকা অবস্থায় প্রতি বছর ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে সরিষার বীজ বপনের সময় থাকলেও এ বছর ওই সময় সরিষার বীজ বপন করতে পারেননি অনেক কৃষক। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের মাঝে বারি-১৪ ও বীনা-৯,১১ জাতের সারিষার বীজ ও সার বিতরণ শুরু করে মনপুরা উপজেলা কৃষি বিভাগ। যা এখনও চলমান রয়েছে।

এছাড়া কৃষকদের অভিযোগ, প্রণোদনার তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যারা প্রণোদনা পাওয়ার যোগ্য নয়। আর যারা প্রণোদনা পাওয়ার যোগ্য তাদের বেশিরভাগের নাম নেই।

কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা

উপজেলার হাজির হাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের কৃষক আব্দুল গফুর, মো. মিরাজ ও মো. নূরন্নবী জানান, ক্ষেতে সরিষার বীজ বপনের সময় নভেম্বর মাসের মধ্যে। ওই সময় মাটি নরম থাকে, তাই সরিষার বীজ বপন করলে ফলন ভালো হয়। আবার রোগ বালাইয়ের আক্রমণও থাকে না। কিন্তু এ বছর আমাদের উপজেলা কৃষি অফিস ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সরিষার বীজ বিতরণ করেছে। ওই বীজ এখন আমরা ক্ষেতে বপন করছি।

কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা

তারা আরও জানান, দেরিতে বপনের কারণে তেমন ফলন হবে না। এমনকি লোকসানেরও সম্ভাবনা রয়েছে। তারপরও বপন করছি। কিছু করার নেই।

কৃষি বিভাগের অবহেলায় বিপাকে সরিষা চাষিরা

তবে মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আহসান তাওহীদ অভিযোগ অস্বীকার করে জানান, এ বছর তারা প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে সরিষার বীজ, ২০ কেজি করে সার এবং বীজ সহায়তার আওতায় ৬০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে বীনা-৯ ও ১১ জাতের সারিষার বীজ বিতরণ শুরু করেছেন। আগামী এক সপ্তাহর মধ্যেই বিতরণ কাজ শেষ হবে।

তিনি আরও জানান, এ বছর মনপুরা উপজেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত প্রায় ২ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।