চোখের সামনে পুড়ে গেলো বাজারের শতাধিক দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫০ এএম, ৩০ ডিসেম্বর ২০২৪

 

কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের চান্দিনা স্টেশনের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে দাউদকান্দি স্টেশন থেকে দুই ইউনিট যুক্ত হয়। পরে কুমিল্লা স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস এ নিয়ে কাজ করছে।

চোখের সামনে পুড়ে গেলো বাজারের শতাধিক দোকান

ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, এখানে বিভিন্ন রকমের ছোট বড় দোকান ছিল। পুড়ে গেছে শতাধিক দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের সবকিছু চোখের সামনে পুড়ে গেছে।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ণয়ের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।