মঞ্চে কথা বলায় নেতা-কর্মীকে মূর্খ বললেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২৪

মঞ্চে বক্তব্য দেওয়ার সময় উচ্চস্বরে কথা বলায় পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীকে স্টুপিড-মূর্খ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হরিপুর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। এমন একটি ভিডিও জাগো নিউজের হাতে এসেছে।

ভিডিওতে দেখা যায়, হরিপুর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচন সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। এ সময় পাশে দাঁড়িয়ে আছেন শত শত নেতাকর্মী।

এক পর্যায়ে কিছু নেতাকর্মী কথা বলতে থাকেন। এসময় হারুনুর রশিদ বলেন, ‘এই এখানে কথা বলছো কেন। স্টুপিড-মূর্খ।’

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল কালাম শামসুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যরা।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।