অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা অর্ধলাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

ফেনীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একজনকে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা অর্ধলাখ

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।