মেঘনায় ড্রেজার-বাল্কহেডসহ আটক ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলতলি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।