দেশকে বন্দিশালা বানিয়েছিল আওয়ামী লীগ: রফিকুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশকে একটি বন্দিশালা বানিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, বিনা দোষে মিথ্যা মামলায় ডাণ্ডাবেরি পরিয়ে আমাদের আদালতে হাজির করা হতো। আওয়ামী ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারাই সংগ্রাম করতে চেয়েছে তাদেরই টুটি চেপে ধরা হয়েছিল। তারা নির্বিচারে মানুষ হত্যা করেছে। তবে এত কিছুর পরও তাদের শেষ রক্ষা হয়নি।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুষম বন্ধুত্বের সম্পর্ক চাই। তবে কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না। দেশের মানুষ জেগে উঠতে শিখেছে। আর জেগে ওঠা জনগণ কারও প্রভুত্ব মানবে না।

জামায়াতে ইসলামী কাজীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আরমান আরমান হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, ঢাকা দক্ষিণ জামায়াতের নায়েবী আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক আব্দুর রহিম।

এম এ মালেক/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।