সিলেটের সেই দানবীবের দখল থেকে চা বাগান উদ্ধার


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৫ মে ২০১৬

সিলেটে কথিত দানবীর শিল্পপতি রাগীব আলীর দখল থেকে হাজার কোটি টাকার তারাপুর চা বাগান উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধারের পর প্রায় সাড়ে ৫০০ একর এলাকাজুড়ে থাকা চা-বাগানটির দখল সেবায়েত পঙ্কজ কুমারকে গুপ্তকে বুঝিয়ে দেওয়া হয়।

রোববার দুপুর সাড়ে ১২টায় সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান চা বাগানের দখল পঙ্কজ কুমারকে বুঝিয়ে দেন।

এতদিন বাগানটি দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মণ্ডলির সভাপতি শিল্পপতি রাগীব আলী প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকার এই বিশাল ভূসম্পত্তি ও চা বাগানটি দখল করে রেখেছিলেন।

Tarapur-cha-bagan

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগানের দখল বুঝে দিতে রোববার সকাল থেকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য বাগান এলাকায় অবস্থান নেন। এরপর জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বাগানের দখল পঙ্কজ কুমারকে বুঝিয়ে দেন।

জানা গেছে, চা বাগান এলাকার স্থাপনা ছাড়া অপরাপর ভূমি সেবায়েতকে বুঝিয়ে দেয়া হয়েছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মাহবুবুর রহমান বাগানের ম্যানেজারসহ সংশ্লিষ্টদের এখন থেকে বাগানের সকল হিসাব-নিকাশ পঙ্কজ কুমারের কাছে দিতে বলেন।

Tarapur-cha-bagan

প্রায় হাজার কোটি টাকার এই দেবোত্তোর সম্পত্তি দীর্ঘদিন থেকে রাগীব আলীর দখলে ছিল। সম্প্রতি প্রধান বিচাপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ে বলা হয়, রাগীব আলী প্রতারণার মাধ্যমে এ বাগান দখল করেছেন।

ছয় মাসের মধ্যে চা বাগানটি দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত। আদালতের এই নির্দেশ অনুযায়ী আজ রোববার তারাপুর চা বাগান উদ্ধারে নামে সিলেটের জেলা প্রশাসন।

ছামির মাহমুদ/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।