কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, গলায় ছিল শিকল ও তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৯ ডিসেম্বর ২০২৪

আমগাছে গলায় শিকল বাঁধা ও তালা দেওয়া অবস্থায় মিজান সরদার (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মিজান সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেননি। শনিবার দুপুরে একটি শিশু মাছের ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় আমগাছের সঙ্গে শিকল বাঁধা ও তালা দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে সদর থানায় খবর দেয়। পুলিশ মরদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এরইমধ্যে আমরা আইনি প্রক্রিয়ায় কাজ শুরু করেছি।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।