গাজীপুরে ওষুধের কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১ এএম, ২৯ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় একটি ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, হৃদয় (২৩), হৃদয় আহমেদ ওরফে স্বাধীন (১৯), খালিদ আবদুল্লাহ (২০) ও আরমান আলী (২১)।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে টিনসেড গুদামে থাকা বৈদ্যুতিক সুইচবোর্ডে স্পার্কিং হয়। এসময় আগুনের স্ফুলিঙ্গ সুইচ-বোর্ডের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রামে পড়ে। এতে কেমিক্যালের ড্রামটি বিস্ফোরিত হয়ে টিনের চালাসহ প্রায় ২০০ গজ দূরে সড়কের ওপর পড়ে। এ ঘটনায় কারখানার ৪ কর্মী দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি মডার্ন স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই কারখানার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মো. আমিনুল ইসলাম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।