মোসাদের সঙ্গে বৈঠককারী আসলামকে গ্রেফতার করা হবে : সিএমপি


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৫ মে ২০১৬

চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেছেন, ‘ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসদের সঙ্গে বৈঠক করার দায়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। তাকে যখনই পাওয়া যাবে, তখনই গ্রেফতার করা হবে।’

রোববার সিএমপি সদর দফতরে বিট পুলিশিং কার্যক্রম ও মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

আসলামকে গ্রেফতারের জন্য আইন-শৃংখলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি চট্টগ্রাম মহানগরীর সব থানায় সিসি টিভি স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন। একই সঙ্গে নগরীতে বসবাসকারীদের ডাটাবেজ সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন।

আগামী ৩১ আগস্টের মধ্যে নগরীর বসবাসকারীদের তথ্য সংগ্রহের কাজ শেষ করা হবে বলে জানান তিনি। এছাড়া যানবাহনে সাংবাদিক, আইনজীবী, পুলিশ, ডাক্তার ইত্যাদি আলগা স্টিকার ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।