‘এখন যারা চাঁদাবাজি করছে তাদের বয়কট করতে হবে’
এখন যারা চাঁদাবাজি করছে তাদের বয়কট করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সামিউল হক ফারুকী বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জামায়াতের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে নির্যাতন করেছে। ওলামায়ে কেরামকে গায়েবি মামলা দিয়ে হেনস্তা করেছে। এখন যারা চাঁদাবাজি করছে তাদের বয়কট করতে হবে। ইসলামের বিজয়ের জন্য কাজ করে যেতে হবে। জনগণ আমাদের সঙ্গে আছে।
আগামী নির্বাচন ইসলামের বিজয়ের নির্বাচন হবে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ইসলামের সুমহান বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় ইউনিট তৈরি করতে হবে।
করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
এছাড়া বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জিহাদ খান, জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ।
এসকে রাসেল/জেডএইচ/জেআইএম