সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বে যুবকের হাত বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় সমিতির কিস্তির টাকার হিসাব নিয়ে দ্বন্দ্বে বাবুল আক্তার আনিছ (৫০) নামে এক যুবকের হাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আনিছ কুষ্টিয়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের ঢাকা ঝালুপাড়া গ্রামের আসালত ফকিরের ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঝালুপাড়া গ্রামে সমিতির অফিসের সামনেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ‘শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন’ সমিতি থেকে ঋণের টাকা পরিশোধ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। হামলাকারী নজরুল ইসলাম নজু (৪২) মিরপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। নজরুল ইসলাম নজু প্রায় ৩০ বছর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজের জায়গায় বাড়ি করে ঢাকা ঝালুপাড়া (সিন্নিতলা) গ্রামে বসবাস করে আসছেন। আহত আনিছ দীর্ঘদিন ধরে ‘শহীদ শেখ সবুজ হোসেন ফাউন্ডেশন সমিতি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আর নজু ওই সমিতির সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের শুক্রবার সমিতির ঋণের কিস্তির টাকা উত্তোলন করা হয়। প্রতি সপ্তাহের ন্যায় বাবুল আক্তার আনিছ ঋণের কিস্তির টাকা উত্তোলনের জন্য মোমিনুর রহমান মোমিজের বাড়ির সামনে পৌঁছানো মাত্র ওৎ পেতে থাকা নজরুল ইসলাম নজু তার ওপর ধারালো হাঁসুয়া দিয়ে হামলা করেন। ঘটনাস্থলেই বাবুল আক্তার আনিছের বাম হাতের পাঁচটি আঙুলসহ কবজি বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা এসে আনিছকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক ডাক্তার ডা. হাসান ইমাম জানান, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা গুরুতর। বাম হাত বিচ্ছিন্ন হাওয়াসহ বাবুল আক্তার আনিছের দুই কাঁধে মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করে হামলায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখছে।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।