নোয়াখালীতে যুবদলকর্মীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে দিনে-দুপুরে কবির হোসেন (৩৫) নামের এক যুবদলকর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সুজায়েতপুর গ্রামে জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন বেগমগঞ্জের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, কবির হোসেন দুপুরে পূর্ব সুজায়েতপুর জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা ৪-৫ জন অস্ত্রধারী তাকে প্রথমে পায়ের রগ কেটে ও গুলি করে আহত করে। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

স্থানীয় সূত্র জানায়, যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কবির একসময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। ১০ বছর আগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা তাকে এলাকা ছাড়তে বাধ্য করেন। ৫ আগস্টের পর কবির এলাকায় এসে ওই আওয়ামী লীগ নেতার বিভিন্ন প্রকল্প দখল করে নেন।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস জাগো নিউজকে বলেন, দিনে-দুপুরে নৃশংসভাবে যুবদলকর্মী কবির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত যেন আইনের আওতায় আনা হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জানিয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জাগো নিউজকে বলেন, নিহত কবিরের বিরুদ্ধে আগের তিনটি মামলা আছে। পরিবারের অভিযোগ অনুযায়ী মামলার কার্যক্রম চলছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে গিয়ে হত্যার বেশ কয়েকটি মোটিভ পাওয়া গেছে। এ নিয়ে পুলিশ কাজ করছে। হত্যাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।