পাবনায় ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:০১ এএম, ২৭ ডিসেম্বর ২০২৪

পাবনার সাঁথিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। তারা পেশায় শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি নসিমনে করে বিল এলাকায় পেঁয়াজ লাগাতে যাচ্ছিলেন ধনী, রাসেল ও খোকনসহ অন্যরা। এসময় সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটি এলাকায় পৌঁছালে নসিমনটি নষ্ট হওয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে সেটি মেরামত করা হচ্ছিল। এসময় মালবাহী একটি ট্রাক এসে নসিমনকে ধাক্কা দিলে তিনজন নিহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা নসিমনে ধাক্কা দেওয়ায় তিনজন নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও এ সংশ্লিষ্টরা পালিয়ে গেছেন।

আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।