প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৭ ডিসেম্বর ২০২৪
রামগতি থানা/ ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই গৃহবধূ নিজেই বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রামগতি থানায় মামলা করেন। এতে অভিযুক্ত করা হয় রাকিব ওরফে রাব্বি নামে এক ব্যক্তিকে।

থানা পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঘরে একা পেয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা চালান রাকিব। অভিযুক্ত রাকিব সম্পর্কে চাচাতো দেবর।

এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। আর তিনি শ্বশুর-শাশুড়ি এবং দুই সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন শ্বশুর-শাশুড়ি এবং তার পাঁচ বছর বয়সী বড় মেয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যান। ঘরে ওই গৃহবধূ দেড় বছরের ছেলেকে নিয়ে ছিলেন। এসময় রাকিব ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। ওই নারী চিৎকার করলে পালিয়ে যান রাকিব।

এদিকে মামলার পর বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

তিনি বলেন, রাকিবের লোকজন আমাকে হুমকি দিচ্ছে। বুধবার সন্ধ্যায় তার ভগ্নীপতি রিংকু এসে আমাকে হুমকি দিয়ে গেছে মামলা না করার জন্য। এখন পরিবারের সদস্যদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাকিব হোসেনকে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করা হয়। এরপর সত্যতা পেয়ে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

কাজল কায়েস/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।